হিলি সীমান্তে বিজিবির উদ্যোগে জনসচেতনতামূলক সভা
দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে সীমান্তবাসীদের নিয়ে ‘সীমান্তে চোরাচালান, অবৈধ সীমানা অতিক্রম বন্ধ এবং বিএসএফের গুলিতে নিরস্ত্র বাংলদেশি হত্যা রোধ শীর্ষক এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১টায় জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের উদ্যোগে হিলি সিপি বিওপির গেইটের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান পিএসসি, বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আব্দুল খবির সরকার, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মণ্ডল, ইউএনও আজাহারুল ইসলাম, ওসি মোখলেছুর রহমান, মুক্তিযোদ্ধা শামসুল আলম প্রমুখ। সভাটি সঞ্চালন করেন, জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন সহ-অধিনায়ক মেজর নাসির ইমাম রুমি। শেষে সভাস্থল হতে একটি র্যালি হিলি স্থল বন্দরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
সভায় বক্তাগণ বলেন, আমরা সোনার বাংলা গড়বো তবে মাদক চোরাচালান বন্ধ করতে না পারলে সোনার মানুষ পাওয়া যাবে না। যাবে শুধু নেশাখোর। বক্তারা আরও বলেন, মাদক পাচার ও বিক্রির অন্তরালে থেকে যারা রাতারাতি আঙুল ফুলে কলা গাছ নয় বটগাছে পরিণত হয়েছে তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেয়া হয়।
এমদাদুল হক মিলন/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান