ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদে বন্ধ থাকবে পাহাড়ের পর্যটনকেন্দ্র

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০১:৪৭ এএম, ৩০ জুলাই ২০২০

ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। ঈদ মানে স্বজন আর বন্ধুদের মিলনমেলা, হৈ-হুল্লোড়, ঘুরে বেড়ানো। একটু ছুটি পেলেই পাহাড় পর্বতে ঘুরতে আসেন পর্যটকরা। এ সময়ে পাহাড়ের পর্যটনকেন্দ্র বিশেষ করে নীলাচল, নীলগিড়ি, মেঘলা ও স্বর্ণজাদিতে থাকে পর্যটকের উপচেপড়া ভীড়।

তবে এবার লকডাউনের আবহাওয়ায় পাল্টে গেছে সবকিছু। প্রভাব পড়েছে প্রতিটি প্রতিষ্ঠান ও পর্যটনকেন্দ্রে। এবার বান্দরবান পার্বত্য জেলায় লকডাউন সব কিছু খুলে দিলেও বন্ধ রাখা হচ্ছে পর্যটনকেন্দ্রগুলো। যার কারণে বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের।

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ১৮ মার্চ থেকে বান্দরবান জেলা প্রশাসনের নির্দেশনায় বন্ধ রয়েছে জেলার সব পর্যটনকেন্দ্র। এবারের ঈদেও পর্যটকদের জন্য পর্যটনকেন্দ্রগুলো খোলা রাখা হচ্ছে না। তবে ঈদের পরে পর্যটনকেন্দ্রে খোলার বিষয়ে সিদ্ধান্ত নেব, তখন সবাইকে জানিয়ে দেয়া হবে।

এদিকে বান্দরবান জেলার আবাসিক হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, বান্দরবানে ৪৫টিরও অধিক হোটেল-মোটেলও রিসোর্ট রয়েছে। কোনোটিতেই পর্যটক নেই। করোনাভাইরাস প্রতিরোধে চারমাস পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় এ জেলায় পর্যটকের আগমন ঘটছে না।

তিনি জানান, আর পর্যটক না আসায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে মালিকরা। অনেকে কর্মহীন হয়ে পড়েছে। এই ঈদে পর্যটন কেন্দ্রগুলোতে থাকত উপচেপড়া ভীড়। চাঙা থাকত পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠানগুলো। কিন্তু করোনা সংক্রমণ প্রতিরোধে পর্যটনকেন্দ্রগুলো বন্ধ থাকায় বড় ধরনের আবারও ক্ষতির সম্মুখীন হতে হবে।

সৈকত দাশ/এমআরএম