প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন বন্যাদুর্গতরা
কুড়িগ্রামের চরাঞ্চলের বানভাসিদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো ঈদ উপহার পেয়েছেন কুড়িগ্রামের প্রায় চার শতাধিক বানভাসি। বৃহস্পতিবার (৩০ জুলাই) কুড়িগ্রামের চরাঞ্চলের বানভাসিদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার বিতরণ করা হয়।
সকালে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদমতলা এবং উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চরে এসব উপহার বিতরণ করা হয়। দুই উপজেলার প্রায় চার শতাধিক বানভাসির মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার, শিশুখাদ্য ও গো-খাদ্য বিতরণ করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন- জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী কর্মকর্তা সায়হান আলী, সদর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ময়নুল ইসলাম, উলিপুর উপজেলার ইউএনও আব্দুল কাদের, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু ও সাধারণ সম্পাদক খ.ম. আতাউর রহমান বিপ্লব প্রমুখ।
নাজমুল/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে