রাজশাহীতে করোনায় হোমিও চিকিৎসকের মৃত্যু
রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ধিরাজ কুমার রায় (৭২) নামে এক হোমিও চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ধিরাজ কুমার রায় রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকার বাসিন্দা। তিনি হোমিও চিকিৎসক ছিলেন।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, হোমিও চিকিৎসক ধিরাজ কুমার রায় করোনা পজিটিভ ছিলেন। মৃত্যুর পর তার মরদেহ বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ সৎকারের জন্য স্বজনদের বলা হয়েছে।
রাজশাহীতে করোনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে তিন হাজার ৫৫ জন। এদের মধ্যে এক হাজার ২৫৬ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আইনের ফাঁকফোকরে ফ্যাসিবাদের দোসরদের নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে
- ২ কক্সবাজার-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ দুজনের মনোনয়ন বাতিল
- ৩ রেজা কিবরিয়ার চেয়ে সম্পদে এগিয়ে স্ত্রী
- ৪ যশোরে বিএনপি-ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বাতিল
- ৫ মুন্সিগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বাতিল