সিলেটের দুই উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। বুধবার রাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এবং নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষে এক জরুরি সিদ্ধান্তে সিলেট সদর উপজেলা ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
উভয় উপজেলায় নতুন কমিটি গঠনের লক্ষে সভাপতি/সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের আগামী ৫ নভেম্বর থেকে ১৫ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জমা দিতে বলা হয়েছে।
জীবন বৃত্তান্তের সঙ্গে এসএসসি পাসের মূল সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের সত্যায়িত প্রত্যয়নপত্র জমা করতে হবে।
ছামির মাহমুদ/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তন করে রাখা হলো শহীদ ওসমান হাদির নামে
- ২ সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ
- ৩ আগামী নির্বাচন হবে নতুন বাংলাদেশ গঠনের নির্বাচন: এটিএম আজহার
- ৪ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন যাচাইয়ে গিয়ে আ’লীগ-কৃষকলীগ নেতা আটক
- ৫ ঢাকায় ভবন-ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের, বার্ষিক আয় ৯৪ লাখ টাকা