ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ৩০ জুলাই ২০২০

ফরিদপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জাহিদ ব্যাপারীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে ফরিদপুর শহরের কবি জসীমউদদীন সড়কের আলীপুর গোরস্থান সংলগ্ন লোটাসের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জাহিদ ব্যাপারী (৪৯) ফরিদপুর পৌরসভার অম্বিকাপুর বাজার এলাকার মোহাম্মদ আলীর ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছোট। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদ ব্যাপারী একটি রিকশায় করে আদালত পাড়ায় যাচ্ছিলেন। লোটাসের মোড় এলাকায় পৌঁছালে টিয়া রঙের একটি মোটরাসাইকেল তার রিকশার গতিরোধ করে। ওই মোটরসাইকেলে তিনজন আরোহী ছিল। ওই তিন আরোহী ধারালো অস্ত্র দিয়ে জাহিদের মাথা ও পায়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। ওই সময় জাহিদ ব্যাপারী চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী জাহিদকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অস্ত্রোপচার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

বি কে সিকদার সজল/এএম/পিআর