আদমদীঘিতে নামের ভুলে হত্যাকাণ্ড
নামের ভুলে বগুড়ার আদমদীঘিতে সিহাব হোসেন (১৬) নামের এক কিশোরকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
রোববার সন্ধ্যার পর উপজেলার কদমা বেইলি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিহাব দমদমা গ্রামের হারুন অর রশিদের ছেলে। এতে আরও দুই কিশোর আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জনান, করজবাড়ী গ্রামের এখলাছের ছোট ছেলের সঙ্গে ঈদের দিন বিকেলে রক্তদহ বিলের স্টিল ব্রিজ এলাকায় দমদমা উত্তর পাড়ার সোহাগের ছেলে সিহাবসহ বেশ কয়েকজনের কথাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে পরের দিন রোববার বিকেলে ওই ব্রিজ এলাকায় এখলাছের বড় ছেলে শিপলুসহ কয়েকজন সিহাব ও তার সহপাঠীদের খুঁজতে থাকে। একপর্যায়ে সন্ধ্যার পর ওই গ্রামেরই পূর্ব পাড়ার সবজি বিক্রেতা হরুন অর রশিদের ছেলে সিহাব ওই ব্রিজ অতিক্রম করার সময় শিপলু তাকে ডেকে তার নাম 'সিহাব' শোনা মাত্র গলায় ছুরিকাঘাত করে। এ সময় পাশে থাকা ওই গ্রামের টুটুলের ছেলে প্রহর ও শহিদুলের ছেলে জাকিরকেও ছুরিকাঘাতে আহত করা হয়। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সিহাব, প্রহর ও জাকিরকে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিহাবকে মৃত ঘোষণা করেন।
সিহাবের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন বলে জানান সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল ওযাদুদ।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
এএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান