ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেলান্দহে নৌকাডুবিতে দুই শিশুসহ তিনজনের মৃত্যু

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০১:৫৫ এএম, ০৩ আগস্ট ২০২০

জামালপুরের মেলান্দহ উপজেলায় নৌকাডুবিতে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের উত্তর বাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন উত্তর বাগবাড়ি গ্রামের নূরনবী (২৭), তার ভাতিজি আছিয়া আক্তার (৯) ও ভাতিজা মো.তাহিম (৭)।

স্থানীয়রা জানায়, বিকেলে বন্যার পানিতে একই গোষ্ঠীর ৬-৭ জন নৌকা নিয়ে বন্যার পানির মধ্যে ঘুরতে বের হন। নৌকাটি উত্তর বাগবাড়ি এলাকার একটি চরের দিকে যাচ্ছিল। নৌকার ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ থাকায় কিছু দূর আগানোর পরে সেটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও নূরনবী, আছিয়া ও তাহিম পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন গিয়ে তাদের তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা নিবার্হী অফিসার তামিম আল ইয়ামিন বলেন, বিকেলে দুই শিশুসহ তিনজনের নৌকাডুবিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। তার সকলেই নৌকাযোগে ঘুরতে বেরিয়েছিলেন।

এএইচ