হাওরে ঘুরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হাওরে ঘুরতে এসে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও তিন যুবক। মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেলে নিকলী উপজেলার বড়মাইপাড়া খালে নৌকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- নিকলী উপজেলার গুরুই পূর্বপাড়া এলাকার গোলাপ মিয়ার ছেলে অন্তর মিয়া (২০) ও একই গ্রামের আসিদ মিয়ার ছেলে মনির মিয়া (১৮)।
আহত বুরহান, ঝুটন ও শফিকুলকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, গুরুই পূর্বপাড়ার কয়েকজন যুবক মঙ্গলবার বিকেলে একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে হাওরের পানিতে ঘুরতে যান। বড়মাইপাড়া খাল দিয়ে যাওয়ার সময় পল্লী বিদ্যুতের একটি তারে তাদের বহনকারী নৌকাটি আটকে যায়।
এ সময় নৌকার ওপরে থাকা মনির মিয়া বিদ্যুতের তারটি উঁচু করার চেষ্টা করলে নৌকা বিদ্যুতায়িত হয়। এতে মনির ও অন্তর ঘটনাস্থলেই মারা যান। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
নূর মোহাম্মদ/এএম/এমআরএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি