ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঘাতক ট্রাক কাড়লো দুলাভাই-শ্যালিকার প্রাণ

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০১:১৫ পিএম, ০৬ আগস্ট ২০২০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের আন্ধারীঝাড় বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত শাহজাহান (৩০) ও তার শ্যালিকা নাজমা আক্তার (২০) মোটরসাইকেলে ভূরুঙ্গামরীর দিকে যাচ্ছিলেন। এ সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

নিহত শাহজাহান নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকার হাজির মোড়ের আব্দুল মজিদের ছেলে এবং নাজমা আক্তার নাগেশ্বরী পৌরসভার বলদিটারী এলাকার নূরল ইসলামের মেয়ে। ঘটনার পর প্রায় দুই ঘণ্টা কুড়িগ্রাম ভূরুঙ্গামারী মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।

ভূরুঙ্গামারী থানার ওসি আতিয়ার রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক এবং চালকের খোঁজ পাওয়া যায়নি। ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।

নাজমুল হোসেন/এফএ/পিআর