ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের
ফাইল ছবি
বগুড়ার গাবতলীতে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে অমিত রায় (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার নেপালতলী ইউনিয়নের পারকাঁকড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অমিত রায় একই গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের রিফাত নামে এক যুবকের সঙ্গে অমিতের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ভাতিজির প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে বৃহস্পতিবার সকালে রিফাত এবং ওই স্কুলছাত্রীর পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় ঝগড়া থামাতে গেলে রিফাতের বাবা এনামুল কনুই দিয়ে অমিতের বুকে আঘাত করেন। এতে অমিত মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাবতলী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) লাল মিয়া জানান, তুচ্ছ বিষয় নিয়ে খুনের ঘটনা ঘটেছে। এনামুলকে গ্রেফতার করতে অভিযান চলছে।
আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান