জুয়ার আসর থেকে এমপির ভাতিজাসহ আটক ৫
বগুড়ার নন্দীগ্রামে জুয়া খেলার সময় স্থানীয় সংসদ সদস্য ও জাসদের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম তানসেনের ভাতিজাসহ পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে পৌর শহরের নিউ দিগন্ত ক্লাব থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার কচুগাড়ী গ্রামের আবুল কালামের ছেলে ও স্থানীয় এমপির ভাতিজা আবু তালেব রানা, নন্দীগ্রাম দক্ষিণপাড়ার আব্দুস সামাদের ছেলে আব্দুর রাজ্জাক, গাজিউর রহমানের ছেলে সাইদুল ইসলাম, মৃত রইচ উদ্দিনের ছেলে ফেরদৌস আলী এবং মৃত আবুল কাসেমের ছেলে আমিনুর ইসলাম।
নন্দীগ্রাম থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের ভ্রাম্যমাণ আদালত নগদ অর্থ জরিমানা করেছে। তারা কখনো এ ধরনের কাজ আর করবে না মর্মে মুচলেকা দিয়েছে।
লিমন বাসার/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন
- ২ ফরিদপুরে ঝোপের আড়ালে মিললো থানা থেকে লুট হওয়া গ্রেনেড-কার্তুজ
- ৩ বিএনপি জিয়ার আদর্শ থেকে সরে এসে চাঁদাবাজি-সন্ত্রাসের রাজনীতি ধারণ করছে
- ৪ সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের নারী কর্মকর্তা কারাগারে
- ৫ দলের নামের শেষে ‘ইসলাম’ থাকলেই কেউ ইসলামের প্রতিনিধি হয়ে যায় না