নিখোঁজের দুইদিন পর মিলল ইজিবাইক চালকের হাত-পা বাঁধা লাশ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের দুইদিন পর আসু মোল্লা (৪৫) নামে এক ইজিবাইক চালকের হাত-পা বাঁধা মরদেহ বিল থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সকালে আড়াইহাজার-মদনপুর সড়কের ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি এলাকার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আসু মোল্লা সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত মালেক মোল্লার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহম্পতিবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে হাসু মোল্লা বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। পরে তিনি আর বাড়িতে ফেরেননি। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে আড়াইহাজার-মদনপুর সড়কের ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি এলাকায় একটি বালুর মাঠের পাশে বিলে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। স্থানীয়দের সহায়তায় হাসুর মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে নিহতের ভাই বেনু মোল্লা এসে মরদেহ শনাক্ত করেন।
বেনু মোল্লা জানান, আসু মোল্লা বৃহম্পতিবার রাতে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হন। তাকে না পেয়ে সোনারগাঁ উপজেলাসহ আড়াইহাজার উপজেলায় মাইকিং করা হয়। তার নিখোঁজের পর সোনারগাঁ থানায় একটি জিডিও করা হয়।
আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধারের সময় তার মুখে কসটেপ পেঁচানো ছিল। হা-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা অন্য কোথাও তাকে শ্বাসরোধ করে হত্যা করে আড়াইহাজার উপজেলার নির্জন স্থানে ফেলে গেছে আর ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে গেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে।
শাহাদাত হোসেন/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ‘ভোট দিন, বিয়ে সহজ করে দেবো’—তরুণ ভোটারদের স্বতন্ত্র প্রার্থী আশা মণি
- ২ নিহত জামায়াত নেতা রেজাউল করিমের জানাজায় মানুষের ঢল
- ৩ ১৭ বছর আ’লীগ আমার অনেক ক্ষতি করলেও কোনো দুর্নীতি পায়নি
- ৪ বাগেরহাটে থাকতে ৫ লাখ ‘ঘুস’ দাবি, জেলার বললেন ‘সম্পূর্ণ মিথ্যা’
- ৫ জামায়াত আমির বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন: চরমোনাই পীর