ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে দুই শিশুর করুণ মৃত্যু

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১২ আগস্ট ২০২০

নীলফামারীর ডোমারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের ঘোনপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

শিশুরা হলো, একই ইউনিয়নের চাকধাপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে সাইমা ইসলাম (৫) ও সুমন রহমানের মেয়ে সুমনা (৬)।

স্থানীয়রা জানায়, সোনারায় ইউনিয়নের হরিহরা ঘোনপাড়া গ্রামের আব্দুর রহিমের বাড়িতে বেড়াতে এসে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

আত্মীয়রা জানান, ওই দুই শিশু তাদের অভিভাবকদের সঙ্গে বেড়াতে এসেছিল। দুপুরে তারা বাড়ির বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে পুকুরে তাদের মৃত্যুদেহ ভেসে উঠে।

সোনারায় ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি খুবই দুঃখজনক। দুই শিশুর পরিবারের শোকের মাতম চলছে।

ডোমার থানা পুলিশের ওসি মোস্তাফিজার রহমান জানান, শিশু দুটি পানিতে পড়ে মারা গেছে। অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

জাহেদুল ইসলাম/এমএএস/পিআর