গ্যাস সিলিন্ডারে অভিনব কায়দায় ইয়াবা পাচার করেন তিনি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৮ হাজার ৪শ পিস ইয়াবাসহ মো. ফিরোজ আলম (৪০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় প্রাইভেটকার ও মাদক বিক্রির ৯ হাজার ২৩২ টাকাও জব্দ করা হয়।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ইয়াবা বহন করে প্রাইভেটকারটি কক্সবাজার থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

র্যাব জানায়, গ্রেফতার ফিরোজ আলমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার খন্দকারপুর এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে প্রাইভেটকারে যাত্রী পরিবহনের আড়ালে গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা পাচার করে আসছিলেন।
জিজ্ঞাসাবাদে তিনি আরও স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে ইয়াবা কক্সবাজার থেকে নিয়ে এসে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রয় করে আসছে।
এমএএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় জামায়াত আমিরের আগামন উপলক্ষে স্বাগত মিছিল
- ২ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান, জনসভাস্থলে ইইউ প্রতিনিধিদল
- ৩ চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন
- ৪ ফরিদপুরে ঝোপের আড়ালে মিললো থানা থেকে লুট হওয়া গ্রেনেড-কার্তুজ
- ৫ বিএনপি জিয়ার আদর্শ থেকে সরে এসে চাঁদাবাজি-সন্ত্রাসের রাজনীতি ধারণ করছে