ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শোক দিবসে যুবকদের মাঝে ঋণ বিতরণ

মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১৫ আগস্ট ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১০ জন যুবকের মাঝে ৪০ হাজার টাকা করে যুব ঋণ বিতরণ করা হয়।

শনিবার সকালে কলেজ রোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সাড়ে ৯টায় পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং উপজেলা পরিষদ চত্বরে মুক্তির মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেকের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা প্রমুখ বক্তৃতা করেন। পরে উপজেলা প্রশাসন ১০ জন যুবকের মাঝে ৪০ হাজার করে চার লাখ টাকা যুব ঋণ বিতরণ করে।

এস এম এরশাদ/এএম/এমএস