ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা শিশুকে কামড়ে দিল সাপ

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৭ আগস্ট ২০২০

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাপের কামড়ে মোহাম্মদ আলী নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোররাতে উপজেলার নেজামপুর ইউনিয়নের পূর্ব নেজামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী পূর্ব নেজামপুর গ্রামের কেতাবুলের ছেলে।

নেজামপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ জানান, রোববার (১৬ আগস্ট) রাতে শিশু মোহাম্মদ আলী তার মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। ভোররাতের দিকে শিশুটি হঠাৎ চিৎকার করে ওঠে। এ সময় তার ডান হাতের আঙুলে রক্তপাত দেখে সাপে কামড় দিয়েছে বলে সন্দেহ হয়। রাতেই শিশুটিকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে ঝাড়ফুঁক করান পরিবারের লোকজন। পরে তার অবস্থা সঙ্কটাপন্ন হলে সোমবার সকালে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পরে নিহত শিশুটির পরিবারের লোকজন ঘর তল্লাশি করে একটি বিষধর সাপ দেখতে পান। তারা সাপটি মেরে ফেলেছেন বলে জানান আবুল কালাম আজাদ।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/পিআর