ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে ছিনতাই করেন তারা

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১৮ আগস্ট ২০২০

গাজীপুর মহানগরীর টঙ্গী বনমালা এলাকায় সাধারণ মানুষকে লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে অভিনব কায়দায় ছিনতাই ও ব্ল্যাকমেইল করার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে টঙ্গীর বনমালা এলাকার আলী হায়দারের বাসা থেকে এ চক্রের ৫ সদস্যকে আটক করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

আটকরা হলেন- জসিম উদ্দীন সবুজ (৪২), শেখ ফরিদ (৩০), নাদিম মাহমুদ রাব্বি (২৫), শাহনাজ (২১) ও সোনিয়া আক্তার (২৩)।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ মন্ডল জানান, আটকরা বেশ কিছুদিন ধরেই সাধারণ মানুষদের লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে নানা কৌশল অবলম্বন করে ছিনতাইয়ের কাজ চালিয়ে আসছিল। মঙ্গলবার ভোরে টঙ্গীর বনমালা এলাকায় অভিযান চালিয়ে আলী হায়দারের বাসা থেকে এই চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে দুই ভিক্টিমকে উদ্ধার করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, এ চক্রের সব সদস্যদের নামে গাজীপুরের বিভিন্ন থানায় ছিনতাই ও প্রতারণার অভিযোগ রয়েছে। তাদের নামে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম