ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নৌকা বাইচ দেখার সময় নৌকাডুবি, শিশুর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২০ আগস্ট ২০২০

নৌকা বাইচ দেখতে গিয়ে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় শতাধিক দর্শনার্থী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফাহিমা (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

ফাহিমা উপজেলার বারাপুষা গ্রামের ফারুক হোসেনের মেয়ে। এ সময় প্রাণ বাঁচাতে নৌকা থেকে লাফিয়ে পড়ে ছয়জন আহত হয়েছেন। আহতরা নাগরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নাগরপুর সদর ইউনিয়নের পাইশানা তুর্কি বিলে নৌকাডুবির এ ঘটনা ঘটে।

কাঠুরি গ্রামের আমিনুর রহমান বলেন, বুধবার বিকেলে পাইশানা বিলে এক নৌকা বাইচের আয়োজন করা হয়। দৌলতপুর উপজেলার টুইটাম গ্রামের মোহাম্মদ আলীর ইঞ্জিনচালিত নৌকাযোগে বারাপুষা গ্রামের শতাধিক দর্শনার্থী নৌকা বাইচ দেখতে যায়। নৌকা বাইচ চলাকালীন সন্ধ্যা ৬টার দিকে যাত্রীসহ নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে উপরে উঠলেও এক শিশু নিখোঁজ হয়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

নাগরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মেহেদী হাসান বলেন, পাইশানা তুর্কি বিলে ইঞ্জিনচালিত নৌকার ছাদে আট-দশজন যুবক বসা অবস্থায় নৌকাটি ডুবে যায়। এরপর কয়েকজন নিখোঁজ রয়েছে বলে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আমাদের সঙ্গে টাঙ্গাইলের ডুবুরি দল উদ্ধারকাজে অংশ নেয়। দীর্ঘ এক ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে কাউকে না পেয়ে অভিযান সমাপ্ত করা হয়েছে। এর আগে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর বাইরে আর কেউ নিখোঁজ হয়নি। এজন্য উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়। তবে কেউ নিখোঁজের অভিযোগ করলে পুনরায় উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম