ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশ কর্মকর্তার ব্যতিক্রমী উদ্যোগ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২৪ আগস্ট ২০২০

স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে যশোরের অভয়নগর থানা পুলিশের গাজীপুর ক্যাম্পের টু আইসি এএসআই মিরাজুল ইসলাম।

এলাকাবাসী জানায়, গাজীপুর ক্যাম্প এলাকার সাভারপাড়া এক কিলোমিটার সড়কটি ভেঙে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়। ফলে এ সড়কে যান চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কিন্তু পুলিশের স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতের কারণে এ দুর্ভোগ লাঘব হয়।

এলাকাবাসী বলেন, আমরা কখনও পুলিশকে রাস্তা মেরামত করতে দেখিনি। এ জীবনে প্রথম দেখলাম তারা শ্রমিক হয়ে নিজেই ইট, বালু, কোদাল হাতে নিয়ে রাস্তায় নেমে গেলেন। পুলিশের এ উদ্যোগ দেখে আমরা আনন্দিত।

গাজীপুর ক্যাম্পের (টুআইসি-এএসআই) মো. মিরাজুল ইসলাম বলেন, বিগত কয়েক দিন ধরে গাড়িচালক ও এলাকাবাসী অভিযোগ করছিল রাস্তাটি অনেক ভাঙাচোরা। এখন বর্ষাকাল জনদুর্ভোগের কথা চিন্তা করে বিষয়টি সামাজিক দায়িত্ববোধ থেকেই আমি মেরামতের কাজ করছি।

এমএএস/জেআইএম