ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক
ইয়াবা ও ছুরিসহ হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ও একটি বড় ছুরি উদ্ধার করা হয়।
আটক মামুন উপজেলা সদরের পুরান তুফখানা এলাকার বাসিন্দা আমজাদ হোসেন খান নানুর ছেলে।
হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশ সোমবার মধ্যরাতে বানিয়াচং উপজেলা সদরে অভিযান চালায়। এ সময় স্থানীয় বাজারে একটি ফার্নিচারের দোকান থেকে মামুনকে ইয়াবা ও ছুরিসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইয়াবা ও ছুরি ছাড়াও তার কাছ থেকে নগদ দুই হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/জেআইএম