ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিজ দেশে ফিরতে শুরু করেছে বাংলাদেশে আটকেপড়া ভারতীয়রা

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২৮ আগস্ট ২০২০

করোনায় বাংলাদেশে আটকেপড়া ভারতীয় পাসপোর্টধারীরা দেশে ফিরে যাচ্ছে। শুক্রবার দশম দিনে সরকারের শর্ত মেনে বেনাপোল চেকপোস্ট দিয়ে ৩ হাজার ১৭৮ জন ভারতীয় পাসপোর্টধারী যাত্রী দেশে ফিরেছেন। এ সময়ের মধ্যে ভারত থেকে দেশে এসেছেন ৪৮১ জন।

বাংলাদেশে আটকাপড়া ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় পর গত ১৮ আগস্ট থেকে ২৭ আগস্ট সন্ধ্যা পর্যন্ত সময়ে নিজ দেশে ফিরে গেছে ৩ হাজার ১৫২ জন ভারতীয় আর বাংলাদেশ থেকে গেছে ২৬ জন বাংলাদেশি।

ভারত থেকে এসেছে ৪৫৫ জন বাংলাদেশি এবং ২৬ জন ভারতীয় যাত্রী। অর্থ্যাৎ গত ১০ দিনে ভারত-বাংলাদেশ যাতায়াত করেছে সর্বমোট ৩ হাজার ৬৫৯ জন যাত্রী।

করোনা সংক্রমণের কারণে ও ভারতে লকডাউন থাকায় গত ১৩ মার্চ থেকে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের দেশে ফেরা বন্ধ ছিল।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণের কারণ দেখিয়ে ১৩ মার্চ থেকে ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার। এতে করে ভারতীয় পাসপোর্টযাত্রীরা আটকা পড়ে বাংলাদেশে।

১৮ আগস্ট ভারতীয় হাই কমিশনারের অনুমতিপত্র ও সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভারতে প্রবেশে করার শর্ত দেয় ভারত সরকার। এ শর্ত মেনে মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে ভারতে প্রবেশ করতে শুরু করেছে ভারতীয় পাসপোর্টযাত্রীরা। পাশাপাশি জরুরি দু'একজন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের ও ভারতে যেতে দেখা গেছে।

ভারতীয় পাসপোর্টধারী গঙ্গাধর বলেন, 'আমার বাড়ি দার্জিলিং। এ বছরের মার্চ মাসে রাজবাড়ী জেলায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলাম। দীর্ঘদিনের এই আতিথেয়তা সারা জীবনেও ভুলবো না। আসলেই বাংলাদেশিরা খুবই উদার মনের।

বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, ভারত সরকারের নির্দেশে বাংলাদেশে আটকা পড়া ভারতীয় নাগরিকরা দেশে ফিরে যাচ্ছেন। বাংলাদেশি যাত্রীরাও অনেকে শর্তসাপেক্ষে ভারতে প্রবেশ করছেন।

গত ১০ দিনে ৩ হাজার ১৭৮ জন ভারতীয় পাসপোর্টযাত্রী ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশ করেছে। আর ভারত থেকে বাংলাদেশে এসেছে ৪৮১ জন যাত্রী। তবে ভারত থেকে ফেরা যাত্রীর সংখ্যা দিন দিন কমে আসছে।

জামাল হোসেন/এমএএস/পিআর