মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ীতে রক্তদান কর্মসূচি-মেডিকেল ক্যাম্প
মানিকগঞ্জের শত বছরের প্রাচীন গড়পাড়া ইমামবাড়ী স্মরণাতীতকাল থেকে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা উদযাপন করে আসছে।
৬১ হিজরির ১০ মহররম বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.) বিশ্বাসঘাতক ইয়াজিদের হাতে পরিবারসহ শাহাদাতবরণের ঘটনায় প্রতি বছর আশুরায় ১০ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি নেয়া হয়। প্রতিবছর আশুরার দিন ইমামবাড়ী থেকে যে অর্ধলাখ ইমাম ভক্তর বিরাট শোক মিছিল বেড় হয়ে মানিকগঞ্জ শহর প্রদক্ষিণ করত, এবার আর সে মিছিল বের হচ্ছে না। এছাড়া অন্যান্য বছর ইমামবাড়ী থেকে ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, পাবনা ও ঈশ্বরদী জেলাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে যে কাসেদের দল কারবালার বেদনা-বিধূর ঘটনা প্রচার করত, এবার সে দলগুলোর আকারও ছোট করে ফেলা হয়েছে। কাসেদের দলগুলো ক্ষুদ্র পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন এলাকায় কারবালার ঘটনা প্রচার করছে। মহামারি করোনাভাইরাস সংক্রমণ এড়াতে এবার সীমিত পরিসরে পালন করা হচ্ছে দিনটি।
মহররমের ১০ দিন ইমামবাড়ীতে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কোরআনখানি, মিলাদ-মাহফিল, ফাতেহা পাঠ, জিয়ারত, নেওয়াজ ও মর্সিয়া-মাতম অনুষ্ঠিত হচ্ছে।
হযরত ইমাম হুসাইন (রা.)-এর মহান আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আশুরার দিন ইমামবাড়ীর উদ্যোগে রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প ও করোনা আক্রান্ত এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস ও পুলিশ সুপার রিফাত রহমান শামীম এসব কার্যক্রমের উদ্বোধন করবেন।
এর আগে স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় মহররমের চাঁদ ওঠার পর ইমামবাড়ী পরিদর্শনে এসেছিলেন। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে গড়পাড়া ইমামবাড়ীর মহররম ও আশুরা পর্ব আয়োজনের সমস্ত কার্যক্রম নিবিড় পর্যবেক্ষণের পাশাপাশি তারা ইমামবাড়ী ও মাজার শরিফ জিয়ারত করেন।
এসআর/পিআর