পাবনা-৪ আসনে নুরুজ্জামান বিশ্বাসের মনোনয়নপত্র উত্তোলন
পাবনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন নেতাকর্মীরা।
এ সময় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন সরদার, লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, দেবোত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোহাইমিন হোসেন চঞ্চল, মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খালেক মালিথা, যুবলীগ নেতা ও প্রার্থীর ছেলে দোলন বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা রায়হান কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।
গত রোববার (৩০ আগস্ট) আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাবনা-৪ আসনের উপনির্বাচনে নুরুজ্জামান বিশ্বাসকে দলীয় প্রার্থী হিসেবে বেছে নেয়া হয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচন হবে। আগ্রহী প্রার্থীরা ২ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ৩ সেপ্টেম্বর বাছাইয়ের পর ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।
গত ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য শামসুর রহমান শরীফের মৃত্যুর পর এ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
আরএআর/এমএস