যশোরে চালু হচ্ছে ‘ফ্রি খাবার বাড়ি’ হোটেল
ক্ষুধার্ত মানুষদের দুমুঠো খাবার খাওয়ানো এবং মানবসেবার ব্রত নিয়ে যশোরের শার্শা উপজেলার নাভারণে চালু হচ্ছে ‘ফ্রি খাবার বাড়ি’। শুক্রবার বেলা ১১টায় ‘ক্ষুধা লাগলে খেয়ে যান’ স্লোগানে বিনা পয়সার এই হোটেলের উদ্বোধন করা হবে।
নাভারণ গার্লস স্কুল-সংলগ্ন বাদল নার্সারির মালিক বাদল হোসেনের পরিচালনায় ফ্রি খাবার বাড়িটি পরিচালনা করা হবে। দেশে এই প্রথম পথশিশু ও ছিন্নমূলদের জন্য ‘ফ্রি খাবার বাড়ি’ উদ্বোধন হচ্ছে।

মানবসেবা হেল্প ফাউন্ডেশনের সহযোগিতায় এবং উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান।

জানা গেছে, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে টানা ১৬০ দিন মানবদরদী মিজানুর রহমান বুদ্ধি প্রতিবন্ধী, পথশিশু, ছিন্নমূল মানুষদের কাছে খাবার পৌঁছে দিয়ে চলেছেন। সেই সঙ্গে মাস্ক বিতরণ করেছেন। সেই চিন্তা থেকেই ফ্রি হোটেল করার স্বপ্ন তার।

প্রতিদিন দুপুরে এই হোটেলে বসে বিনা পয়সায় কমপক্ষে ১০০ জন বুদ্ধি প্রতিবন্ধী, পথশিশু, ছিন্নমূল মানুষ, শ্রমিক, ভ্যান-রিকশাচালক ও পরিচ্ছন্নতাকর্মী খেতে পারবেন।
মো. জামাল হোসেন/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ