ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাপাসিয়ায় প্রতিবন্ধী ছেলেসহ মায়ের আত্মহত্যা

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৯:৪০ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২০

গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক কলহের জের ধরে মা এবং এক ছেলে বিষপান করে আত্মহত্যা করেছে। রোববার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মায়ের এবং শনিবার রাত সাড়ে ১১টার দিকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছেলের মৃত্যু হয়।

মৃতরা হলেন, উপজেলার বারিষাব ইউনিয়নের বর্জাপুর এলাকার মৃত ফজলুল হকের স্ত্রী রাজিয়া খাতুন (৪৫) ও ছেলে সজিব (১৫)।

এলাকবাসীর বরাত দিয়ে কাপাসিয়া থানা পুলিশের এসআই সুমন খান বলেন, মৃত রাজিয়ার স্বামী বেশ কয়েক বছর আগে মারা গেছেন। প্রতিবন্ধী ছেলে সজিব ছাড়াও খোরশেদ ও মোরশেদ নামে তার আরও দুই ছেলে রয়েছে। তারা কৃষি কাজ ও রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। দুই ভাই খেতেন একই সাথে। খোরশেদ বিয়েও করেছেন। কিন্তু প্রতিবন্ধী ভাই ও মায়ের খোঁজ খবর নিতেন না তারা। ফলে মা মানুষের বাড়িতে কাজ করতেন। মা ও প্রতিবন্ধী ছেলেকে নিয়ে তাদের মাঝে পারিবারিক কলহের সৃষ্টি হয়।

শনিবার রাতে মা ও ছেলের বিষপানের পর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ছেলে সজিব রাতে মারা যায়।

মা রাজিয়া খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিলে রোববার ভোরে মায়েরও মৃত্যু হয়।

তাদের মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তারা উভয়ে বিষপানে আত্মহত্যা করেছেন। বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হবে।

আমিনুল ইসলাম/এমএএস/এমকেএইচ