রাস্তায় পড়েছিল গলাকাটা লাশ
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ব্রিজের পূর্ব ঢালে সিলেটমুখী রাস্তার ওপর থেকে স্বপন মিয়া (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত স্বপন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার গোদারকান্দি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।
সোনারগাঁ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, নিহত ব্যক্তির গলা আনুমানিক ৫ ইঞ্চি কাটা ছিল। তার সঙ্গে থাকা ফোনের সাহায্যে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রচারণায় প্লাস্টিক সামগ্রী ব্যবহার, জামায়াত প্রার্থীকে শোকজ
- ২ শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী
- ৩ পদত্যাগ করে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করলেন ৪ বিএনপি নেতা
- ৪ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৫ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও