ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বজ্রপাতে প্রাণ গেল আওয়ামী লীগ নেতার

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২০

পাবনা সদর উপজেলার আতাইকুলায় বজ্রপাতে আশরাফুল ইসলাম আশরাফ (৪০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আতাইকুলা ইউনিয়নের কুঁচিয়ামোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম আশরাফ আতাইকুলা ইউনিয়নের দক্ষিণ কুঁচিয়ামোড়া গ্রামের এনায়েত প্রামাণিকের ছেলে। তিনি আতাইকুলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় বাসিন্দা জীবন কুমার জানান, আশরাফুল ইসলাম আশরাফ ঘটনার সময় বাড়ি সংলগ্ন একটি বিলের পাশে নিজের জমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরএআর/জেআইএম