ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সোনাদিয়া চ্যানেলে স্পিডবোট উল্টে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২০

কক্সবাজারের মহেশখালী উপজলার সোনাদিয়া নৌ চ্যানেলে স্পিডবোট উল্টে মাসুদুর রহমান (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় অপর তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মহেশখালীর সোনাদিয়া নৌ চ্যানেলে চারজন যাত্রী নিয়ে স্পিডবোটটি উল্টে যায়।

নিহত মাসুদুর রহমান নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির রেশন ঠিকাদার বলে জানা গেছে। তার বাড়ি ঢাকার কল্যাণপুর। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মহেশখালী থানা পুলিশের ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানান, কক্সবাজার থেকে মহেশখালীর সোনাদিয়া যাওয়ার পথে সোনাদিয়া নৌ চ্যানেলে চারজন যাত্রী নিয়ে একটি স্পিডবোট উল্টে যায়। দুজন সাঁতরে কূলে উঠলেও অপর দুজনকে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেন। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কক্সবাজার সদর হাসপাতালের সুপার ডা. জাকির হোসেন খান জানান, এ ঘটনায় নাইক্ষ্যংছড়ির আবুল কাশেমের ছেলে ইয়াসিন (৩০) সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা এখন উন্নতির দিকে। নিহতের বিস্তারিত পরিচয় দিতে পারেননি ইয়াছিন।

সায়ীদ আলমগীর/আরএআর/এমকেএইচ