ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ কেজি গাঁজাসহ আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে ৫০ কেজি গাঁজাসহ উবায়দুল্লাহ্ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা বিজয়নগর উপজেলার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে র্যাবের একটি দল সন্ধ্যা সাড়ে ছয়টায় পাইকপাড়া এলাকার বাসিন্দা উবায়দুল্লাহ্'র বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘর থেকে ৫০ কেজি গাঁজা, ১১ বোতল ফেনসিডিল, তিন বোতল ইস্কফ ও এক ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, মাদক উদ্ধারের ঘটনায় উবায়দুল্লাহ্কে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আজিজুল সঞ্চয়/এমএসএইচ