আইনজীবীদের ডেকেছেন প্রধান বিচারপতি
রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের দুই বিচারক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামসুদ্দিন খালেদ ও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলীকে প্রত্যাহারের দাবিতে গত একমাস ধরে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন জেলার আইনজীবীরা।
এ পরিস্থিতিতে সমস্যা নিরসনে বিষয়টি নিয়ে আলোচনার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আলোচনায় ডেকেছেন বলে জানান আন্দোলকারী জেলা আইনজীবী সমিতির নেতারা। এজন্য সোমবার ঢাকায় রওনা হয়েছেন তারা।
এদিকে প্রধান বিচারপতির ডাকে সাড়া দিয়ে দাবি নিয়ে চলমান কর্মসূচির অবস্থান তুলে ধরতে সোমবার দুপুরে আহূত এক সংবাদ সম্মেলন স্থগিত করেছে জেলা আইনজীবী সমিতি। আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোক্তার আহমেদ বলেন, প্রধান বিচারপতি আমাদের দাবির ব্যাপারে আলোচনার জন্য ঢাকায় ডেকেছেন। এজন্য পূর্ব আহূত সংবাদ সম্মেলন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। আলোচনা শেষে ঢাকা থেকে ফেরার পর পরবর্তী সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনটি করা হবে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হলাথোয়াই মারমা বলেন, গত ৬ অক্টোবর অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির এক বিশেষ জরুরি সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আদালত বর্জন কর্মসূচি পালিত হচ্ছে।
ইতোমধ্যে দাবির বিষয়টি বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতকে অবহিত করা হয়েছে।
সুশীল প্রসাদ চাকমা/ এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ