সাদুল্যাপুর উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পলাশবাড়ী থানায় দায়েরকৃত নাশকতা মামলার আসামি হিসেবে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাহারিয়া খান বিপ্লবকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় সোমবার বিকেলে তিনি গাইবান্ধার সাদুল্যাপুর আমলি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। পরে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান শিকদার সাইদুর রহমানের জামিন মঞ্জুর করেন।
ডিবি পুলিশের একটি সূত্র জানায়, জামিনের পর পলাশবাড়ি থানার অপর নাশকতার মামলায় গ্রেফতার হতে পারেন এমন আশঙ্কায় তারা আদালত চত্বর এলাকায় অবস্থান করছিলেন। সন্ধ্যার পর তার অবস্থান নিশ্চিত হয়ে ডিবি পুলিশের একটি দল আদালতের বাইরে অবস্থান নেয়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাইদুর রহমান আদালতের সামনের রাস্তায় বের হলে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
অমিত দাশ/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্ক্রাপবাহী লরি উল্টে ৫ কিলোমিটার যানজট
- ২ মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে ৭ হাজার ইয়াবাসহ আটক ৩
- ৩ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ৪ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৫ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের