মাহিন্দ্রা চাপায় সাবেক ছাত্রদল নেতা নিহত
জাহিদুর রহমান মুকুল
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বরে মাহিন্দ্রা চাপায় জাহিদুর রহমান মুকুল (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আরও একজন আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ভোজেশ্বর ব্রিজ সংলগ্ন শরীয়তপুর সদর-নড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুর রহমান মুকুল নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শুভগ্রামের বোরহান উদ্দিন মীর মালতের ছেলে। তিনি নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ইতালি প্রবাসী ছিলেন।
জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে ছুটিতে দেশে আসেন মুকুল। করোনাভাইরাসের কারণে ইতালি ফিরতে পারেননি তিনি। তার মোটরসাইকেলে থাকা আহত হুমায়ুনকে (৫০) প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, মাহিন্দ্রার চাপায় মোটরসাইকেল আরোহী মুকুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক মাহিন্দ্রাটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ছগির হোসেন/আরএআর/এমএস