জাহাজমারা সৈকতে ভেসে এলো ইরাবতী ডলফিন
পটুয়াখালীর রাঙ্গাবালীর জাহাজমারা সৈকতের বালুচরে বিপন্নপ্রায় প্রজাতির ডলফিন ইরাবতী ভেসে এসেছে। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জোয়ারে সমুদ্রসীমার নোনা জলে ভেসে এসে বালুচরে আটকা পড়ে মৃত ডলফিনটি।
স্থানীয় জেলে মালেক মিয়া জানান, বৃহস্পতিবার বিকেলে জোয়ারে ভেসে এসে বালুচরে আটকা পড়ে মৃত ডলফিনটি। ৩-৪ দিন আগে ডলফিনটি মারা যেতে পারে।
জাহাজমারা সংলগ্ন ভূইয়াকান্দা গ্রামের বাসিন্দা মোস্তফা হোসেন বলেন, বৃহস্পতিবার থেকে এইটা (ডলফিন) জাহাজমারা পড়ে থাকতে দেখেছি। রাতে শিয়াল-কুকুরে হানাও দিয়েছে মনে হয়।

বিশেষজ্ঞদের মতে, ডলফিনের সকল প্রজাতির মধ্যে ইরাবতী গুরুত্বপূর্ণ। প্রতাজিগতভাবে স্তন্যপায়ী হলেও এ প্রজাতির ডলফিনের সঙ্গে মানুষের মিল খুঁজে পাওয়া যায়। মানুষের মতই এদের রক্ত গরম। একটি পরিবারের মতোই নদ-নদী ও সাগরে দল বেধে বিচরণ করে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, বিষয়টি শুনেছি খোঁজ নিয়ে দেখবো।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস/জেআইএম