সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী কারাগারে
প্রতীকী ছবি
নাশকতার মামলায় সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের পাঁচ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাফরুল হাসান মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।
তারা হলেন, রায়গঞ্জ উপজেলার হাটিকুমুরুল ইউনিয়ন বিএনপির সেক্রেটারি গোলাম হোসেন, সলঙ্গা এলাকার কোরবান সরদারের ছেলে জামায়াত কর্মী হাসান আলী, একই এলাকার সাইদুল প্রামাণিকের ছেলে নুর নবী, আজাহার আলীর ছেলে রেজাউল হোসেন ও ফয়েজ আলীর ছেলে মোক্তার হোসেন।
আদালত সূত্রে জানা যায়, ওই পাঁচজনের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। মঙ্গলবার তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে আদালত জামিন আবেদন নামুঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাদল ভৌমিক/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
- ২ তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু
- ৩ খালেদা জিয়া আপস করলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন: খোকন
- ৪ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই কমিশনের বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি
- ৫ মমেক হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে চিকিৎসকের তর্ক