হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০
প্রতীকী ছবি
হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি থেকে মাটিকাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার তাজপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের আব্দুল আহাদ মিয়ার সঙ্গে তার ভায়রা একই এলাকার শাহীদের দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে সকালে দু’পক্ষের লোকজন সংর্ঘষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
হবিগঞ্জ সদর হাসপাতালে কর্মরত এএসআই নেছা আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাটিকাটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস