অবশেষে জামিন পেলেন আলাউদ্দিন জিহাদি
মুফতি আলাউদ্দিন জিহাদি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত আমির হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার মুফতি আলাউদ্দিন জিহাদির জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আলাউদ্দিন জিহাদির জামিন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমান।
নারায়ণগঞ্জ জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, মুফতি আলাউদ্দিন জিহাদির আইনজীবী জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক।
১৮ সেপ্টেম্বর হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর তাকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য মুফতি আলাউদ্দিন জিহাদি।
এ নিয়ে সমালোচনা শুরু হলে আরেকটি স্ট্যাটাস দিয়ে দুঃখপ্রকাশ করেন আলাউদ্দিন। একই সঙ্গে আগের স্ট্যাটাসটি মুছে ফেলেন তিনি।
এরই মধ্যে আল্লামা শাহ আহমদ শফীকে কটূক্তি করায় নারায়ণগঞ্জ দেওভোগ মাদরাসার খতিব হেফাজত নেতা হারুন অর রশিদ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
ওই মামলায় ২০ সেপ্টেম্বর মুফতি আলাউদ্দিন জিহাদিকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদিকে, মুফতি আলাউদ্দিন জিহাদিকে গ্রেফতারের প্রতিবাদে নারায়ণগঞ্জসহ দেশব্যাপী নানা কর্মসূচি পালন করে আহলে সুন্নাত ওয়াল জামাত। এছাড়া রোববার নারায়ণগঞ্জে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।
শাহাদাত হোসেন/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪