চলন্ত ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে হাত ফসকে নারীর মৃত্যু
চলন্ত ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে হাত ফসকে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন এক নারী (৪৫)।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। মৃত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ রেলস্টেশনের মাস্টার গোলাম মোস্তফা বলেন, চলন্ত ট্রেনে দৌড়ে ওঠার সময় হাত ফসকে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ রেলস্টেশনে ট্রেন আসে। দুপুর ২টা ২৫ মিনিটে ট্রেন ছেড়ে যাচ্ছিল।
এ সময় দৌড়ে নারায়ণগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্ম থেকে কমলাপুরগামী চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন এক নারী। তিনি ট্রেনে প্রায় উঠেও পড়েছিলেন।
কিন্তু ট্রেনের দরজার হাতল ধরে রাখতে পারেননি। হাত ফসকে তিনি ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যান। এ সময় ট্রেনে তার হাত ও শরীরের বিভিন্ন অংশ কাটা পড়ে।
সঙ্গে সঙ্গে পুলিশ ও আশপাশের লোকজন গিয়ে দেখেন ওই নারী মারা গেছেন। পরে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তবে এখনও তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
শাহাদাত হোসেন/এএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪