আনন্দ রূপ নিল বিষাদে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ফারহানা আক্তার স্বর্ণা (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে শিমরাইল-আদমজী ইপিজেড-নারায়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারহানা আক্তার স্বর্ণা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বাগবাড়ি এলাকার মোহাম্মদ রায়হানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। শিমরাইল-আদমজী ইপিজেড-নারায়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জ থানার সামনে পৌঁছালে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় ফারহানা সড়কে ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।
আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪