ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নদীতে গোসলে নেমে প্রাণ গেল কর আদায়কারীর

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ০২ অক্টোবর ২০২০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে নেমে নূর মোহাম্মদ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার তর্ত্তিপুর পাগলা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত নূর মোহাম্মদ জেলার শিবগঞ্জ পৌরসভার সহকারী কর আদায়কারী

শিবগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর সাদিকুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে নূর মোহাম্মদ তর্ত্তিপুর নদীতে গোসল করতে যায়। এ সময় তিনি ডুব দিয়ে আর ওঠেননি।

পরে সেখানে থাকা লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/জেআইএম