হাবিলদার সুজাউল হত্যা : প্রধান আসামির স্বীকারোক্তি
পাকশী পুলিশ ফাঁড়ির হাবিলদার সুজাউল ইসলাম হত্যাকাণ্ডের প্রধান আসামি রাসেল তার হত্যাকাণ্ডের কথা আদালতে স্বীকার করেছেন। বুধবার বিকেলে তিনি পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২`এ স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।
তাকে ৩ নভেম্বর গাজীপুর এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে আদালতে হাজির করে। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানের সময় তার সাত সহযোগিসহ গত ৪ অক্টোবর রাতে পাকশী কলেজের পাশে নির্জন এলাকায় হাত-পা বেঁধে সুজাউলকে হত্যা করেছেন বলে জানান।
বিজ্ঞ আদালত তার বক্তব্য শোনার পর জেলে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কারণে পুলিশ হাবিলদার সুজাউল ইসলামকে তারা খুন করেছে বলে প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে।
আলাউদ্দিন আহমেদ/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়