বগুড়ায় ইউএনওর গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ৮
ইউএনওর গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতারকৃতরা
বাঙালি নদী থেকে বালু উত্তোলন বন্ধে অভিযান চলাকালে বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী সেখের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর উপজেলার গজারিয়া উত্তরপাড়া গ্রামের মেহের আলীর ছেলে ফরহাদ হোসেন (২৬), আজিজার রহমানের ছেলে ওসমান গণি (২৮), গজারিয়া মধ্যপাড়ার জাফর প্রামাণিকের ছেলে আলম প্রামাণিক (৩৫), তোজাম প্রামাণিকের ছেলে ইব্রাহিম প্রামাণিক (২০), গোলাম প্রামাণিকের ছেলে শাহীন শাহ (২০), গোলাম নবীর ছেলে মেহেদী হাসান (২৫), নলডেঙ্গী গ্রামের শাহজাহান আলীর ছেলে রুবেল আহমেদ (৩৫) ও আশরাফ আলীর ছেলে ফরহাদ হোসেন (২৭)।
রোববার (০৪ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
মামলার এজাহার থেকে জানা যায়, শনিবার বিকেলে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের গজারিয়া এলাকায় বাঙালি নদী থেকে ড্রেজার দিয়ে বালু তোলার খবর পেয়ে সেখানে যান ইউএনও লিয়াকত আলী সেখ।
সহকারী কমিশনারের (ভূমি) অতিরিক্ত দায়িত্বে থাকায় গাড়ি নিয়ে সেখানে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ আরও দুই কর্মচারী।
সেখানে ইউএনওর নির্দেশে উপজেলা ভূমি অফিসের নৈশপ্রহরী মঞ্জুরুল বালু উত্তোলনের সরঞ্জাম অপসারণের চেষ্টাকালে বালু দস্যুরা হামলা চালিয়ে ইউএনও গাড়ি ভাঙচুর করেন।
এ সময় তাদের মারপিটে নৈশপ্রহরী মঞ্জুরুল হক বাচ্চু ও ভূমি অফিসের কর্মচারী উজ্জল পাল আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। এ ঘটনায় শনিবার রাতে উপজেলা ভূমি অফিসের নৈশপ্রহরী মঞ্জুরুল হক বাচ্চু বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
বগুড়ার শেরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, সরকারি কাজে বাধাদান, বেআইনি জনতার সমাবেশ, হত্যার উদ্দেশ্যে মারপিট ও ভাঙচুরের অভিযোগে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৮৫ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।
তিনি বলেন, মামলার পর রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আট আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এএম/পিআর