ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে মিলে অবৈধ ধান-চাল মজুত, ৩ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৪:০৩ এএম, ০৫ অক্টোবর ২০২০

দিনাজপুরে বিপুল পরিমাণ ধান ও চাল অবৈধভাবে মজুত রাখায় দুটি চালকলকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) অভিযান চালিয়ে এ জরিমানা করে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ।

একই সঙ্গে ওই মজুত ধান আগামী ৭ দিনের মধ্যে এবং চাল ১০ দিনের মধ্যেই বাজারজাত করার জন্য বলা হয়েছে। বিভিন্ন মিলের গোডাউনে যে পরিমাণে চাল মজুদ রয়েছে তা বাজারজাত করা হলে চালের বাজার স্বাভাবিক হবে, তাই বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

অপরদিকে অভিযান চলা কালে দেখা যায়, বয়রা অটো রাইস মিলের গোডাউনে ধান থেকে চারা গজিয়ে গেছে তবুও তারা ধান মজুদ করে রেখেছে।

jagonews24

দেশের বিভিন্ন জেলার মিলগুলোতে অবৈধভাবে ধান ও চালের মজুত রয়েছে, খাদ্যমন্ত্রীর এমন কথা বলার পরই গত ১ অক্টোবর থেকে দিনাজপুরের মিলগুলোতে অভিযান শুরু করেছে জেলা প্রশা সন ও খাদ্য বিভাগ।

খাদ্য অধিদফতরের কর্মকর্তা জানিয়েছেন, যে পরিমাণ ধান ও চাল মজুত রয়েছে সেসব বাজারজাত করা হলে চালের বাজার নিচে নেমে স্বাভাবিক হয়ে যাবে।

রোববার বিকেল ৪টায় দিনাজপুর সদর উপজেলার উত্তর গোবিন্দপুর এলাকার বয়রা অটো রাইস মিলে র‌্যাব সদস্যদেরকে সমন্বয়ে অভিযান চালায় জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ। এ সময় সেখানে ১ হাজার ৭০০ টন ধানের অবৈধ মজুত পায় তারা। তাই ভ্রাম্যমাণ আদালত তাদেরকে এক লাখ টাকা জরিমানা করে। পরে একই এলাকার হনুফা অটো রাইস মিলে অভিযান চালানো হয়। এ সময় সেখানে আতপ ও কাঠারি মিলে ২ হাজারেরও অধিক টন চাল মজুত পাওয়া যায়। মিলটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে মিলের সত্বাধিকারী মাহমুদুজ্জামানকে ৩ মাসের জেল দেয়ার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এছাড়া তাৎক্ষণিকভাবে স্বত্বাধিকারী না পাওয়া যাওয়ায় এবং জরিমানার টাকা পরিশোধ না করায় ম্যানেজার সুজনকে আটক করে নিয়ে যাওয়া হয়। তবে মিলের পক্ষ থেকে বলা হয়েছে টাকা পরিশোধ করে ম্যানেজারকে ছাড়িয়ে নেয়া হবে।

অভিযান চলাকালে দেখা যায়, বয়রা অটো রাইস মিলের গোডাউনে ধান থেকে চারা গজিয়ে গেছে তবুও তারা ধান মজুত করে রেখেছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আশ্রাফুজ্জামান বলেন, জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে আমরা অভিযান চালাচ্ছি এবং এই ধারা অব্যাহত থাকতে। বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে এবং যেসব নির্ভরযোগ্য তথ্য রয়েছে সেসব মিলে অভিযান চালানো হচ্ছে। অচিরেই বাজার স্বাভাবিক হবে। মনিটরিং সারা বছরই চলবে। এই ধান ও চালের বাজারে সরবরাহ করা হলে বাজার স্বাভাবিক হয়ে যাবে।

দিনাজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) শাহরিয়ার রহমান বলেন, আমরা অভিযানে যারা ধান ও চাল মজুত করছে সেসব মিলারদের আর্থিক জরিমানা করা হয়েছে এবং দ্রুত এসব মজুদকৃত ধান ও চাল বাজারজাত করার জন্য বলা হয়েছে।

এমদাদুল হক মিলন/এমএসএইচ