ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাশবনে তরুণীকে যৌন নিপীড়ন : সেই রহিমের আত্মসমর্পণ

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ০৫ অক্টোবর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে ঘুরতে যাওয়া এক তরুণীকে যৌন নিপীড়নের ঘটনায় মূল অভিযুক্ত রহিম আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (৫ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরে আদালতের বিচারক সরোয়ার আলম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ব্রাহ্মণবাড়িয়া আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

রহিম ব্রাহ্মণবাড়িয়া শহরের ছয়বাড়িয়া এলাকার ধন মিয়ার ছেলে। যৌন নিপীড়নের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তিনি গাঢাকা দেন। তাকে গ্রেফতারে একাধিকবার অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ।

এর আগে তরুণীকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ২৭ সেপ্টেম্বর রহিমের বন্ধু জুনায়েদকে আটক করে পুলিশ। পরে পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বর্তমানে জুনায়েদ কারাগারে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ নামে একটি সংগঠনের ফেসবুক পেজে শহরের পুনিয়াউট এলাকার কাশবনে ঘুরতে যাওয়া এক তরুণীকে যৌন নিপীড়নের ভিডিও পোস্ট করা হয়। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, কালো বোরকা পরা এক তরুণীকে উত্ত্যক্ত করছেন রহিম ও তার সহযোগীরা। ওই তরুণী রহিমসহ অন্যদের পায়ে ধরে বড় ভাই ডেকে তাকে ছেড়ে দেয়ার জন্য মিনতি করেন। কিন্তু তারা তাতে কর্ণপাত না করে তরুণীর বোরকা খোলার চেষ্টা করছে। একপর্যায়ে তরুণীর মুখে চুমু খেয়ে অশ্লীল আচরণ করে তারা।

আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর