একজনের জন্য পুরো পরিবারের মুখে চুনকালি মাখতে দেব না
ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশকে আমি মনে করি একটি পরিবার। এ পরিবারের একজনের জন্য পুলিশের পুরো পরিবারের মুখে চুনকালি মাখতে দিতে পারি না এবং কখনও করতে দেব না। কেউ অন্যায় করলে তাকে সংশোধনের দায়িত্ব পুলিশের। তাই আপনারা সবাই নিজেদের এমনভাবে গড়ে তুলবেন যাতে আপনাদের থেকে অন্যরা শিখতে পারে। আপনি পুলিশ অফিসার অন্য পাঁচ-আটজনের চেয়ে উন্নত। তাই কোনো ব্যক্তি লোভে জীবন জলাঞ্জলি দেবেন না। সবাই নিজেকে এমনভাবে তুলে ধরবেন যাতে গর্বের সহিত বলতে পারেন নারায়ণগঞ্জ পুলিশে চাকরি করেন।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠানে এ কথা বলেন ডিআইজি হাবিবুর রহমান।

ডিআইজি হাবিবুর রহমান আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অপরাধের ধরন ভিন্ন প্রকৃতির। নারায়ণগঞ্জ আলোচিত জেলা। অপরাধের যে কোনো দিকেই যান না কেন, সবক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন এসেছে। পুলিশ অত্যন্ত মানবিকভাবে কাজ করে যাচ্ছে। এ এলাকার জনগণ সেটা জানে। অপরাধীরা নতুন বার্তা পেয়েছে যে, তাদের আগের মতো দিন নেই। এ কারণে একেবারেই নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ। পুলিশ বর্তমানে স্ট্যাডার্ড অবস্থানে রয়েছে। করোনাযুদ্ধে বাংলাদেশ পুলিশ অন্য সব ডিপার্টমেন্টের চেয়ে এগিয়ে ছিল।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুভাষ চন্দ্র দাস, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান, ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো.আসলাম, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক, বন্দর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফখরুদ্দিন, সোনারগাঁও থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম প্রমুখ।
শাহাদাত হোসেন/এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪