ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘কক্সবাজার আমাদের সম্পদ, রক্ষার দায়িত্ব সবার’

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০৬ অক্টোবর ২০২০

কক্সবাজার শহর ও বিভিন্ন উপজেলায় লাখো মানুষ বাস্তুহারা ও ভূমিহীন। এদের অনেকে খাস জমিতে মানবেতর বসবাস করছেন। ভূমিহীন এসব মানুষের জন্য বাসস্থান নিশ্চিত করা জরুরি।

আবার অনেকে দখলদারিত্ব চালিয়ে কক্সবাজারকে ভোগ করছে। তবে মনে রাখতে হবে কক্সবাজার আমাদের সম্পদ, এই সম্পদ রক্ষা করার দায়িত্ব সবার। কোনো দুর্নীতিবাজের কারণে কক্সবাজার যেন কলুষিত না হয়।

‘বিশ্ব বসতি’ দিবস উপলক্ষে সোমবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি স্থানীয় এমপি সাইমুম সরোয়ার কমল বলেন, আমরা মানুষের পক্ষে কথা বলি, মানুষের জন্য কাজ করি। কাজ করতে গেলে অনেক সময় ভুল হতে পারে। এতে কে কি বলছে তা দেখার সময় আমাদের নেই।

তিনি বলেন, কক্সবাজারে তিন লাখ কোটি টাকার উন্নয়নের কাজ চলছে। উন্নয়নের কাজ চলাকালীন জনগণকে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। আশা করি; অচিরেই মানুষের দুর্ভোগ লাঘব হবে।

সভাপতির বক্তব্যে কউক চেয়ারম্যান বলেন, কক্সবাজার জেলা প্রশাসনের খাস জমিগুলো এক শ্রেণির বিত্তবানদের দখলে। তারা আবার গরিব লোকদের কাছে জমি বিক্রি করে। আমরা এসবের বিরুদ্ধে কাজ করতে গেলে অপ-প্রচার চালানো হয়। আমার কুশপুত্তলিকা দাহ করা হয়। তবে আমি কিছুই মনে করিনি। বরং তাদের অপ-প্রচারগুলো আমার চলার পথে সতর্ক হতে সহযোগিতা করেছে।

কক্সবাজারে কোনো অবৈধ স্থাপনা করতে দেবে না কউক এমনটি জানিয়ে চেয়ারম্যান বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে একটি সুন্দর, আধুনিক পরিকল্পিত কক্সবাজার গড়ে তুলতে চাই।

তিনি বলেন, আমি কক্সবাজারের রাস্তাটা আধুনিকতার ছোঁয়া দিতেই কাজটি হাতে নিয়েছি। সবার সহযোগিতা পেলে দ্রুত সময়ে কাজ শুরু করব। তিন বছরের কাজ দেড় বছরে শেষ করার পরিকল্পনা রয়েছে।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার বিধান চন্দ্র, নগর উন্নয়ন অধিদফতরের নাজিম উদ্দিন, কক্সবাজার জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) খন্দকার গোলাম শাহনেওয়াজ।

এছাড়া উপস্থিত ছিলেন- জাসদ সভাপতি নাঈমুল হক চৌধুরী টুটুল, গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র নুরুল আবচার, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খীসা ও সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী।

সায়ীদ আলমগীর/এএম/এমকেএইচ