ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিধবাকে দলবেঁধে ধর্ষণ : ৫ দিনের রিমান্ডে সোহেল-জামাল

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০৬ অক্টোবর ২০২০

লক্ষ্মীপুরের রামগতিতে ঘরে ঢুকে বিধবা নারীকে (৩৮) দলবেঁধে ধর্ষণের ঘটনায় গ্রেফতার মো. সোহেল ও মো. জামালের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (রামগতি) আদালতের বিচারক কাজী সোনিয়া আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন।

লক্ষ্মীপুর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগতি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল হক আদালতে আসামিদের সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক কাজী সোনিয়া আক্তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে চরকলাকোপা গ্রাম থেকে আরিফ হোসেন ও আলাউদ্দিন নামে মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আরিফ রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের চরকলাকোপা গ্রামের মো. মিলনের ছেলে ও আলাউদ্দিন একই গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে।

রিমান্ডপ্রাপ্ত সোহেল চরকলাকোপা গ্রামের আবু আহম্মদের ছেলে ও জামাল একই এলাকার সৈয়দ আহম্মদের ছেলে।

রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, বিধবাকে গণধর্ষণ মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গ্রেফতার দুই আসামির পাঁচদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। অপর এক আসামিকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

গত শনিবার (৩ অক্টোবর) রাতে পূর্বপরিকল্পিতভাবে রামগতির চরকলাকোপা গ্রামে দরজা ভেঙে ঘরে ঢুকে ওই বিধবা নারীকে দলবেঁধে ধর্ষণ করা হয়। একপর্যায়ে তাকে হাত-পা ও চোখ-মুখ বেঁধে ঘরের পেছনে ফেলে পালিয়ে যায় ধর্ষকরা। সোমবার (৫ অক্টোবর) এ ঘটনায় ওই নারী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন। ওইদিনই অভিযান চালিয়ে আসামি সোহেল ও জামালকে গ্রেফতার করা হয়।

কাজল কায়েস/আরএআর/পিআর