নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবি।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণের অভিযোগে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী (২৫)।
বুধবার (৭ অক্টোবর) রাতে ভুক্তভোগী তরুণী সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত পুলিশ কনস্টেবল আব্দুল কুদ্দুস নয়ন (৩৫) ঢাকার রাজারবাগ পুলিশলাইন্সে কর্মরত।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী নারী সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় একটি বিউটি পার্লারে কাজ করেন।
পুলিশ সদস্যের সঙ্গে ফেসবুকে তার পরিচয়। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সূত্র ধরেই বিয়ে হয়। তবে তাদের কোনো কাবিননামা ও বিয়ের রেজিস্ট্রি নথি নেই। মসজিদের হুজুরের মাধ্যমে বিয়ে পড়ানো হয়।
ওসি আরও বলেন, আগের স্বামীর সঙ্গে ডিভোর্স ওই নারীর হয়েছে। আগের ঘরের দুটি সন্তানও রয়েছে। তদন্তের পরে আসল ঘটনাটি বোঝা যাবে।
বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪