পাবনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
পাবনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত অনুপ আগরওয়ালা (৩২) নামের এক কাপড় ব্যবসায়ী বৃহস্পতিবার সকালে পাবনা জেনারেল হাসপাতালে মারা গেছেন। বুধবার রাত ১১টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়।
অনুপ স্থানীয় কাপড় ব্যবসায়ী শ্যাম সুন্দর আগরওয়ালার ছেলে। পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জাগো নিউজকে জানান, টাউন হলপাড়ায় ইছামতি নামের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে বাবা-মার সঙ্গে বসবাস করে আসছিলেন অনুপ আগরওয়ালা। রাতে বাড়ির অদূরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের গেটের সামনে দূর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
ওসি আরও জানান, কী কারণে তাকে হত্যা করা হয়েছে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
একে জামান/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়