পুকুরে ভেসে উঠল দুই বোনের লাশ
ভোলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের উত্তর ভেদুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- ভেদুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর ভেদুরিয়া গ্রামের মুদি ব্যবসায়ী মো. জসিমের মেয়ে আফিফা (৭) ও মুনতাহা (৫)।
স্থানীয় বাসিন্দা মো. মঞ্জু ইসলাম জানান, দুই বোন তাদের বাড়ির সামনের পুকুরে গোসল করতে পানিতে নামে। সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা তাদের দুজনকে অনেকক্ষণ ধরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দুই বোনের মরদেহ পাওয়া যায়।
ভোলা মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুয়েল সাহা বিকাশ/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ২ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৩ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৪ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
- ৫ তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু